Saturday, June 18, 2016

শিকার কাহিনী

বাংলা ভাষায় ঐতিহাসিক এবং বন্যজীবজন্তুদের নিয়ে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনী রচনায় বিশেষ মুন্সীয়ানার পরিচয় দিয়েছিলেন হাতে-গোনা যে কয়েকটি লেখক, তাঁদের মধ্যে অবশ্যই অন্যতম হলেন ময়ূখ চৌধুরী। সত্যি কথা বলতে কি বাংলার লেখকদের মধ্যে একমাত্র তাঁর রচিত কমিকসগুলোকেই পাশ্চাত্যদেশের সেরা কমিকসদের সাথে এক সারিতে রাখা যায়। 

তাঁর রচিত কাহিনীগুলির মৌলিকতা এবং সেই সঙ্গে কাহিনীর চরিত্রগুলির বিশ্বাসযোগ্য চিত্ররুপায়ণ এক ধাক্কায় বাংলার কমিকসকে বেশ কিছুটা সাবালক করে তুলেছিলো। 
শিকার কাহিনী 


তবে কমিকস ছাড়াও তিনি বেশ কিছু গল্প-উপন্যাস লিখে গেছেন এবং বহু শিল্পীর রচনাতেই তিনি ছবি আঁকার ভার নিজের হাতে তুলে নিয়েছিলেন। 

আমাদের আজকের এই পোস্টে দুটি অ্যাডভেঞ্চার কাহিনী তুলে ধরা হলো যেখানে ময়ূখ চৌধুরী চিত্রায়ণ করেছিলেন। গল্প দুটি প্রকাশিত হয়েছিলো দেব সাহিত্য কুটীর থেকে প্রকাশিত 'নীহারিকা' পূজাবার্ষিকীতে।  


Walk The Plank (1.6 MB)
শিকার কাহিনী
(Size: 9.2 MB)



2 comments:

  1. MC-r lekhar haath chilo natokiyo,kokhono otinatokiyo kintu aka - ek kathae osadharon(eta mathae rekhei bolchi je onar bohu aka western-artist der aka theke 'onupranito' karon uni tar modhey ek nijjosota enechilen ja Bangali reader-der jonno suitable chilo)

    ReplyDelete
  2. Thanks for sharing.

    ReplyDelete