Monday, April 25, 2016

নীহারিকা - ৫টি গল্প

বেশ কিছুদিন পরে ব্লগে ফেরা - কাজের চাপ ছাড়াও বেশ কিছু অন্য চাপের মধ্যে ছিলাম। চাপ থেকে মুক্তি পেতে ঠিক করলাম কিছুটা সময় নষ্ট করে ব্লগে একটা নতুন পোস্ট করেই ফেলা যাক !!   

ফেসবুক, ট্যুইটার আর হোয়াটস-অ্যাপের চক্করে আজকাল বড়ো থেকে মাঝারি কি ছোটো, কারুরই তেমন দম ফেলার ফুরসত নেই। সময় পেলেই সবাই নাকের ডগায় স্মার্টফোন এনে দু'হাতের আঙুলগুলো দিয়ে অনবরত: পুটুর-পুটুর করে কি যেন সব লিখে চলে। "চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি"-র যুগ আজকাল চলে গেছে। এখন সব কিছু তো ফেসবুক আর হোয়াটস-অ্যাপেই আগে চলে আসে !

দেব সাহিত্য কুটীর (১৩৭২)

কিন্তু রাত-গভীরে নি:শব্দ আকাশে দৃষ্টির লাগাম ছেড়ে দিয়ে, চাঁদ তারা ছাপিয়ে, দূর থেকে আরো দূরে, সীমাহীন মহাশুন্যের অন্তহীনতা অনুভব করার মজাই আলাদা। মানুষ যে কতো ক্ষুদ্রাতিক্ষুদ্র, নগণ্য, তা উপলব্ধি করার জন্যে পয়সা খরচ করে সমুদ্র বা পাহাড়ের কাছে যাবার দরকার নেই - নির্জন রাতের তারাভর্তি আকাশই যথেষ্ঠ।    
~ ~ ~ * ~ ~ ~

ক্লাস সেভেন কি এইটে পড়ি তখন - গ্রীষ্মের প্রচন্ড খরতাপে এক সপ্তাহ আগে থেকেই আমাদের স্কুলে ছুটি পড়ে গেছে। এর সাথে পাল্লা দিয়ে চলেছে লোডশেডিং। রাতে খাওদায়ার পাট চুকে গেলে ভাই-বোনেরা  সবাই মিলে ঠিক করলাম বাড়ির ছাদে মশারি টাঙিয়ে ঘুমাবো। সেই মতো অনেক কেরামতি, কসরত করে মশারির চারটে খুঁট কোনোমতে টাঙানো হলো। একটা চাদর আর কয়েকটা বালিশ এনে, ট্যারা-বাঁকা সেই মশারির মধ্যে শুয়ে আমরা ফিসফিস করে গল্প করে চলতেই থাকলাম। তারপর একসময় সব শুনশান - কেবল আমি আর তারাভর্তি আকাশ। ঘুম এসে কখন যে আমায় ভাসিয়ে নিয়ে গেলো তা টেরও পেলাম না। হঠাই অনেক রাতে ধড়মড় করে উঠে বসলাম - আকাশে আর কোনও তারা নেই। নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেছে গোটা আকাশটা - তার সাথে শুরু হয়েছে দমকা ঝড়ো বাতাস। মশারির দড়ি প্রায় ছিঁড়লো বলে - কালবৈশাখী আসছে সবকিছু তছন করে। আশেপাশে চেয়ে দেখি বাকী সবাই কে কখন ভেগে গেছে - পড়ে আছি শুধু আমি একাই !!  কোনোমতে চাদর আর মাথার বালিশটা বগলে চেপে আমিও দিলাম সিঁড়ির দিকে টানা এক দৌড় - মশারি রইলো পড়ে সেই ছাদেই।

সেই সব দিন চলে গেছে চিরকালের জন্যে - ফেসবুক, ট্যুইটার কি হোয়াটস-অ্যাপের হাজার কেরামতিতেও সেই সব অনুভুতি আর কখনও ফিরে আসবেনা। মাঝে মাঝে পুরানো দিনের বিস্মৃত-প্রায় কিছু গল্প পড়ি, আর নিজের মনে নিজেই চমকে উঠি সেই সব হারানো স্মৃতির আচমকা জাগরণে।


এই পোস্টে আমি এমনই কয়েকটি পুরানো দিনের গল্প তুলে ধরলাম দেব সাহিত্য কুটীরের "নীহারিকা" পূজাবার্ষিকী থেকে। আশা করি আমার মতো অনেকেরই হয়তো পড়তে ভালো লাগবে। 


নীহারিকা (৫টি গল্প)
(SIZE: 12.9 MB)




   

2 comments:

  1. এই গল্পগুলো আগে পড়েছিলাম, কিন্তু আবার পড়তে পেয়ে খুবই ভালো লাগলো - আজকালকার ছেলেমেয়েদের এসব গল্প ভালো লাগবে না - যুগটাই অনেক বদলে গেছে - কোনটা মেকি আর কোনটা নয়, সেটা বোঝার ক্ষমতাও এদের নেই।

    ReplyDelete