Tuesday, October 6, 2015

ইজনোগুড এবং তুর্কী পাজল (Jigsaw Turk)

'ইজনোগুড'-এর নামের মধ্যেই বলে দেওয়া আছে যে 'He is no good'!  ইজনোগুডের জীবনে খাওয়া-দাওয়া, বাড়িঘর বা অর্থের কোনও সমস্যা নেই - সমস্যা বলতে আছে একটাই, সেটা হলো কি করে সে "বাগদাদের খলিফাকে হটিয়ে নিজে খলিফা হবে" !! ঠিক অনেকটা ইন্ডিয়ান ক্রিকেটের "শ্রীনিবাসন" মহাশয়ের মতো। খলিফাকে মসনদ থেকে হটাতে সে নেমে পড়ে একের পর এক দুনম্বরী, কদর্য অভিযানে। 'ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে' সে কখনোই পিছু-পা হয় না যদি তাতে খলিফাকে ক্ষমতাচ্যুত করার বিন্দুমাত্র সম্ভাবনা থেকে থাকে। কিন্তু প্রতিবারই ভাগ্যের দোষে আর কপালের ফেরে, তার প্রতিটি চালই ব্যুমেরাং হয়ে তার দিকে ফিরে আসে। কিন্তু তবুও তার বদবুদ্ধির অফুরন্ত ভাঁড়ারে কখনোই ভাঁটা পড়ে না!!

Iznogoud and the Jigsaw Turk (Vol. 11)
Iznogoud and the Jigsaw Turk (Vol. 11)
(Jan 2015)

বিখ্যাত ফরাসী কমিকস লেখক ও শিল্পী, রেনে গোসিনির সৃষ্ট অন্যতম পপুলার কমিকস ক্যারেক্টার হলো "ইজনোগুড" - যদিও এইসব গল্পগুলির কোনোটাতেই ইউদেরজো ছবি আঁকেননি, কিম্বা ছবির মান ইউদেরজোর স্ট্যান্ডার্ডে না-পৌঁছালেও, গল্পের মধ্যে অফুরন্ত মজার ঘাটতি কিন্তু কখনোই লক্ষ্য করা যায় না। 

আসন্ন দেবীপক্ষে সবার মুখে হাসি ফোটাতে এসে গেলো 'ইজনোগুড'-এর সর্বশেষ প্রকাশিত গল্পবই থেকে একটি দারুণ মজার গল্প, বাংলাতে  অনুবাদিত হয়ে!! বইটির প্রচ্ছদপট সজ্জায় সহায়তা করেছেন রূপক ঘোষ মহাশয়। দেখা যাক ইজনোগুড বাংলায় কতোটা পপুলার হয়...... 
শুভ শারদীয়া পুজা ১৪২২..


Iznogoud - তুর্কী পাজল 
  (
Size: 25.8 MB)









5 comments:

  1. iznogoud er jonno Onek Dhonnobad kuntal Da...Ami Onek din dhore Etar jonnoi Opekkha korchilam...Sharod Subhechha Neben...Apnar O Apnar Poribar Borger Sobar Puja Bhalo katuk...

    ReplyDelete
  2. ধন্যবাদ কুন্তলদা ।
    বেশ কয়েকদিন পড়ে পোস্ট ।
    আর দারুন পোস্ট ।

    ReplyDelete
  3. Thank you very much for this post Kuntalda...
    prothomei swikar kore nii ei comics character er naam o aami jantam na...kotthao kakkhono shunini....sei jaygai theke ekta gota boi banglay anudito hoye hatey chole elo....just awesome....

    ReplyDelete
    Replies
    1. Thank You Anupam - তবে এটা গোটা গল্পবই নয় - বইটাতে ছোটো ছোটো আরো পাঁচ-ছয়টা গল্প আছে । তবে এই গল্পটাই বইটার প্রধান অর সবথেকে বড়ো গল্প।

      Delete