Saturday, August 9, 2014

শার্লক হোমস


শনিবারের এই ভর'দুপুরে বসে বসে ভাবছিলাম যে ফেলুদা আজ বেঁচে থাকলে কতো বয়স হতো তাঁর? যোগ-ব্যায়ামের সাথে সাথে কি গোয়েন্দাগিরি এখনও চালিয়ে যেতেন? উইকেন্ডের সন্ধ্যাগুলোতে কি আগের মতোই 'ব্লু ফক্স' রেঁস্তোরায় যেতেন? ট্যাবলেট আর গুগল-সার্চের এই যুগে কি সিধু জ্যাঠার দরকার আজও তাঁর পড়তো ?  

লন্ডনের শার্লক হোমসের সার্থক 'ইন্ডিয়ানাইজড' রূপান্তর করে সত্যজিৎ রায় সৃষ্টি করেছিলেন 'প্রদোষ চন্দ্র মিত্র' ওরফে 'ফেলুদা'কে। আর সেই ফেলুদার হাত ধরেই আমার মতো শত শত বাঙালী আবার নতুন করে শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীর ফাঁদে ধরা দিয়েছিলো। '২২১-বি বেকার স্ট্রিট' আর '২৭ রজনী সেন রোড', মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলো।  



এই পোস্টে ধরা হলো সেই শার্লক হোমসের হারানো দিনের কমিকসের দুটি গল্প। 


Adventure of
Sherlock Holmes










1 comment: